ভাওয়াল রিসোর্ট এবং স্পা, আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর রিসোর্ট যেটি গাজীপুরে অবস্থিত । অসাধারণ সুন্দর সুইমিংপুল , ইউরোপিয়ান ডিজাইনের কটেজ , সবুজে ঘেরা পরিবেশ এবং সবরকম আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই রিসোর্ট টি আপনাকে মুগ্ধ করবেই । ভাওয়াল রিসোর্ট সত্যিই অসাধারণ সুন্দর এক রিসোর্ট ।
ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা
ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা মূলত একটি লাক্সারি রিসোর্ট । লাক্সারি রিসোর্ট হওয়াই আপনি পেয়ে যাবেন সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা এবং সুব্যবস্থা । এর চমৎকার নীল সুইমিং পুল , সুন্দর সুন্দর সব কটেজ এবং স্নিগ্ধ সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনাকে প্রতি মুহূর্তেই আনন্দ দিবে । লাক্সারি রিসোর্ট হওয়ায় এখানে খরচটা একটু বেশিই , তবে হ্যাঁ এখানকার যে মুগ্ধ করা সৌন্দর্য এবং সুযোগ-সুবিধা সেই হিসেবে বলা যায় আপনার পয়সা উসুল হবেই ।
ভাওয়াল রিসোর্ট এবং স্পা তে সাধারণত কারা যায়
লাক্সারি রিসোর্ট হওয়ায় ভাওয়াল রিসোর্ট এবং স্পা তে সাধারণত ধনী বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মানুষই বেশি যায় । খরচটা একটু বেশি হওয়ায় মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষরা যাইনা বলেই চলে । মূলত কাপলরাই বেড়াতে অথবা হানিমুনে এখানে আসে । এছাড়াও বাচ্চাসহ পরিবার নিয়েও মানুষ এখানে আসে । অনেকে বন্ধু-বান্ধব নিয়ে আনন্দ করতে এখানে আসে । তবে সাধারণত নবদম্পতি অথবা প্রেমযুগলরাই এখানে বেশী এসে থাকে ।
এখানে কি ধরনের সুযোগ-সুবিধা রয়েছে
মানুষ মূলত রিলাক্স করার জন্য এবং প্রিয় সঙ্গিনীর সাথে একান্ত সময় কাটানোর জন্যই নির্ঝঞ্ঝাট এই প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত রিসোর্ট টিতে আসে । এখানে রাতে থাকার জন্য রয়েছে এক বেড রুমের ভিলা, এক বেডরুমের সুইট এবং দুই বেডরুমের সুইট । কাপল বা নবদম্পতিরা সাধারণত এক বেডরুমের ভিলা অথবা সুইট ভাড়া নেয় , আর ফ্যামিলি নিয়ে যারা আসেন তারা দুই বেডরুমের সুইট ভাড়া নিয়ে থাকে । ভাওয়াল রিসোর্ট এর সবচেয়ে প্রধান আকর্ষণ হচ্ছে এর অসাধারণ সুন্দর নীল রংয়ের সুইমিং পুল । বলতেই হয় অন্য যেকোন রিসোর্টের সুইমিংপুলের চেয়ে এই সুইমিং পুলটি অত্যাধিক সুন্দর । সুইমিং পুলের পাশে বসে রিলাক্স করার জন্য অথবা চা-নাস্তা খাওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে । এখানে সব সময় সুন্দর সুন্দর গান বাজানো হয় যা একটা পার্টি পার্টি আমেজ তৈরি করে এবং রাতে এই সুইমিং পুলেকে রংবেরঙের আলো দিয়ে সাজানো হয় যা খুবই দৃষ্টিনন্দন লাগে । এখানে প্যাকেজের সাথে তিন বেলা খাবারের ব্যবস্থা রয়েছে অধিকাংশ ক্ষেত্রেই এখানে বুফে খাবার থাকে । খাবার সত্যিই সুস্বাদু এবং স্বাস্থ্যকর । এখানে ব্যায়াম করার জন্য জীমনেশিয়াম ও রয়েছে , রেইয়ে বার ও গেম যোন । এছাড়াও অন্যান্য সকল আধুনিক সুযোগ-সুবিধা আপনি পেয়ে যাবেন । রিসোর্টটি বেশ বড় জায়গা নিয়ে বিস্তৃত এবং এখানে আপনি যেমন প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত নানা ধরনের গাছ দেখতে পাবেন , রেইনফরেস্ট রয়েছে , এখানে মিনি চিড়িয়াখানা মত রয়েছে, এখানে কচ্ছপ দেখতে পাবেন , সুন্দর সুন্দর মাছ দেখতে পাবেন । মাছ গুলির কাছাকাছি গেলে মাছ গুলি চারপাশে ঘোরাঘুরি করে খাবার খাওয়ার জন্য আর তাদেরকে খাবার দিলে তারা চট করে খাবার খেয়ে নেয় বিষয়টা খুবই দারুন লাগে ।
এ রিসোর্টের এক বেডের ভিলা কেমন
কাপলদের জন্য সবচেয়ে সুন্দর অপশন হচ্ছে এক বেডের ভিলা । সম্পূর্ণ আলাদা ঘর , বারান্দা রয়েছে , ভিতরে বাথরুম এবং টয়লেট রয়েছে । বাথরুমে বাথটাব রয়েছে এবং গরম পানি ঠান্ডা পানি এর ব্যবস্থা রয়েছে । ভিলাতে টিভি রয়েছে এবং টিভিতে ডিস সংযোগ রয়েছে । সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনার জন্য রয়েছে ফ্রিজ এবং চা-কফি খাওয়ার জন্য কফি মেকার উপকরণ রয়েছে । বিলাতে বিকালের নাস্তা পাঠিয়ে দেওয়া হয় । বেডটি বেশ বড় এবং বেডে প্রয়োজনীয় বালিশ ও কম্বল রয়েছে । ভিতরে পোশাক রাখার জন্য আলমিরা রয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণ টা হল রয়েছে গোসলের সময় ব্যবহার করার জন্য । ভেজা কাপড় এবং টাওয়েল শুকানোর জন্য আপনারা বারান্দায় নেড়ে দিতে পারবেন । হাত শুকানোর জন্য হ্যান্ড ড্রায়ার এবং চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার রয়েছে । আর ঠান্ডা করার জন্য এসি তো রয়েছেই । রিসোর্ট অথরিটি এর সাথে অথবা কোন ভিলায় অবস্থানকারীর সাথে কথা বলার জন্য রয়েছে ডেডিকেটেড টেলিফোন সিস্টেম । এমনকি জামা কাপড় ইস্ত্রি করার ব্যবস্থাও রয়েছে । বলা যায় প্রয়োজনীয় সকল আধুনিক সুযোগ-সুবিধা এই ভিলাতে পেয়ে যাবেন ।
এখানকার খাবার
এখানকার প্যাকেজের সাথে খাবার সংযুক্ত থাকে । দুপুরে লাঞ্চ , রাতের ডিনার এবং পরদিন সকালের নাস্তার ব্যবস্থা এখানে থাকে । সাধারণত এখানে বুফে সিস্টেমে খাবার পরিবেশন করা হয় , তার মানে এখানে বিভিন্ন রকমের খাবার পাতিলে সাজানো থাকে , সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো খাবার যত খুশি আপনার প্লেটে বেড়ে নিয়ে খেতে পারবেন । এখানে খাবার নেওয়ার ব্যাপারে কোন সীমাবদ্ধতা নেই , আপনি যেকোনো খাবার যেকোনো পরিমাণে নিতে পারবেন, পর্যাপ্ত পরিমাণ খাবার মজুত থাকে এখানে । দুপুরের খাবারে পোলাউ, ভাত এবং খিছুরির সাথে মাছ, মাংস , ডাল , ডিম , সবজি সহ প্রায় সব ধরনের আইটেমই থাকে । রাতের খাবার দুপুরের খাবারের থেকেও বেশি স্পেশাল হয় । রাতে বাকি সব খাবার এর সাথে পাস্তা এবং গ্রিল চিকেন ও নান-পারাটা থাকে । সকালের নাস্তায়ও থাকে বিশাল আয়োজন । সাথে চা আর কফি, ডেজার্ট , সিরিয়াল , মিষ্টি , জুস সবকিছুই থাকে । এক কথায় খাবার পরিমাণে যেমন খুব বেশি থাকে , আপনি যতো খুশি ততো খেতে পারবেন , সেই সাথে খাবার খুবই মুখরোচক এবং স্বাস্থ্যকর । খাবার পরে কোন অস্বস্তি লাগবে না খুবই স্বাভাবিক অনুভব করবেন ।
এখানকার সুইমিংপুল
ভাওয়াল রিসোর্ট এর সুইমিংপুল সবচেয়ে সুন্দর অন্যান্য রিসোর্টে তুলনায় । সুইমিং পুলের রং দেখেতে নিল লাগে কারণ এখানকার টাইলসের রং নীল, পানি আসলে বর্ণহীন তবে , নীল রং এর টাইলসের কারণে পানি দেখতে নীল লাগে । সুইমিং পুলের পানি খুবই পরিষ্কার । ফুলের আয়তনে বিশাল এবং বিস্তৃত জায়গা জুড়ে রয়েছে ফলে সবাই নিরাপদ দূরত্বে থেকে নিরিবিলি পরিবেশ বজায় রেখে নিজেদের মতো করে খুলে এনজয় করতে পারে । ফুলের বারে বসার জন্য সুব্যবস্থা রয়েছে । পুলে ছবি তুলতে সবাই খুব পছন্দ করে, কেউবা পুলের ধারে বসে ছবি তুলে , কেউবা আবার পুলের পানিতে গা ভিজিয়ে ছবি তুলে । সুইমিংপুল এর আনন্দটাই আলাদা ।
ভাওয়াল রিসোর্ট এ কেমন খরচ হয়
এখানে মূলত তিন ধরনের প্যাকেজ রয়েছে । এক বেডের ভিলাতে দুজন গেস্ট যেতে পারবেন , খাবার সহ খরচ পড়বে ১৫০০০ টাকা । এক বেডের সুইটে দুইজন গেস্ট যেতে পারবেন , খাবার সহ খরচ পড়বে ২০০০০ টাকা । আর দুই বেডের সুইটে চারজন গেস্ট যেতে পারবেন , খরচ পড়বে ৩০০০০ টাকা । খরচের ব্যাপারটি ফিক্স না , খরচ ওঠানামা করতে পারে । যাওয়ার পূর্বে অবশ্যই ভাওয়াল রিসোর্ট এর কর্তৃপক্ষের সাথে ফোনে আপনারা খরচের ব্যাপারটা সিওর হয়ে নেবেন । এখানে আমি ধারণা দেওয়ার জন্য আমার অভিজ্ঞতার আলোকে খরচের একটা নমুনা দেওয়ার চেষ্টা করেছি ।
আমার অভিজ্ঞতা
আসলে ভাওয়াল রিসোর্ট নিয়ে আমার খুবই সুখকর স্মৃতি রয়েছে । আমি বিয়ের প্রায় দুই বছর পর আমার ওয়াইফ সহ ভাওয়াল রিসোর্ট ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমি একটা সিঙ্গেল বেডের ভিলা নিয়েছিলাম । এখানে আমি একদিন এক রাত ছিলাম । দুপুর ১২ টায় গিয়ে চেক ইন করেছিলাম এবং পরদিন দুপুর বারোটায় চেক-আউট করেছিলাম । দুইজনের জন্য আমার খরচ করেছিল ১৫০০০ টাকা । কাপলরা যারা সুন্দর একটি রিসোর্টে খুব দারুণ সময় কাটাতে চাচ্ছেন তাদের জন্য আমি অবশ্যই ভাওয়াল রিসোর্ট সাজেস্ট করবো , যদিও টাকার অংকটা আপনার কাছে একটু বেশি মনে হতে পারে তবে এখানকার প্রিমিয়াম কোয়ালিটির সার্ভিস আপনাকে অবশ্যই মুগ্ধ করবে ।
তাহলে ভাওয়াল রিসোর্ট এবং স্পা সম্পর্কে আমার গল্প এখানেই শেষ , আশা করি আপনাদের ভাওয়াল রিসোর্ট সম্পর্কে বেশ ভালো একটি ধারণা হয়েছে । অন্যান্য গল্পগুলি পড়ার অনুরোধ রেখে এবারের মতো এখানেই শেষ করছি ।